অবতক খবর , রাজীব মুখার্জী , হাওড়া :- জল নিকাশি ও পানীয় জলের ব্যবস্থা না হওয়ায় অসুবিধার সম্মুখীন কোনা তেতুলতলা এলাকাবাসী। প্রতিবাদে প্রায় দেড় ঘণ্টা বেনারস রোড অবরোধ করল স্থানীয় বাসিন্দারা । গতকাল হাওড়া গ্রামীনেপরিশ্রুত পানীয় জলের দাবীতে শ্যামপুরের কমলপুর গ্রামপঞ্চায়েতের সামনে অবরোধ দেখায় বিজেপি। তার ২৪ ঘন্টার মধ্যেই আবার হাওড়া শহরে হলো পথ অবরোধ।

কোনা তেতুলতলা এলাকায় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পরিশ্রুত পানীয় জল ও নিকাশি ব্যবস্থা। আর দীর্ঘদিন ধরে সমস্যার সমাধান না হওয়ার কারণে তারা বহুদিন ধরে অসুবিধার সম্মুখীন হচ্ছেন।

এর আগেও তারা প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। কিন্তু কোন রকম লাভ হয়নি। এরই প্রতিবাদে আজ সকালে হাওড়ার বেনারস রোড প্রায় দেড় ঘণ্টার বেশি ধরে অবরোধ করে স্থানীয় বাসিন্দারা। হাওড়া পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের তেতুলতলা পড়ে।

এলাকাবাসীদের দাবি প্রশাসন যতক্ষণ না এসে লিখিত আশ্বাস দিচ্ছে ততক্ষণ চলবে এই অবরোধ। প্রশাসন এক সপ্তাহের মধ্যে কাজ না করলে তবে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

পাশাপাশি ভোট বয়কট করার ডাক দিয়েছে তারা। ঘটনার খবর পেয়ে ছুটে এসেছে হাওড়া সিটি পুলিশ আধিকারিকরা।