অবতক খবর,১১ আগস্ট :: আজ সকালে দারকেশ্বর নদের উপর বাঁকুড়ার বিষ্ণুপুরের কাছে প্রকাশ ঘাটের বাঁশের সেতু ভেঙে পড়ে। সেতুতে সেই সময় যাতায়াত বন্ধ থাকায় তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে সেতু ভেঙে পড়ায় প্রকাশ ঘাট দিয়ে বিষ্ণুপুর থেকে পাত্রসায়ের যাওয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

নিম্নচাপের জেরে গতকাল সকাল থেকেই বাঁকুড়া জেলায় বৃষ্টি শুরু হয়। দিনভর দফায় দফায় হালকা বৃষ্টি হলেও সন্ধ্যের পর কয়েক দফায় ভারী বৃষ্টি হয় জেলায়। আর তার জেরেই জলস্তর বাড়তে শুরু করে দারকেশ্বর নদে। জলস্তর বাড়তে থাকায় আজ সকালে দারকেশ্বর নদের উপর বিষ্ণুপুর থেকে পাত্রসায়ের যাওয়ার প্রকাশ ঘাটের বাঁশের সেতুর একাংশ জলের তলায় চলে যায়। পরে জলের তোড় সেতুর ওই অংশ ভাসিয়ে নিয়ে যায়।

এদিন সকালেই সেতুর উপরে নদীর জল উঠে আসায় ওই সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দেন স্থানীয় বাসিন্দারা। স্বাভাবিক ভাবে সেতু ভেসে গেলেও বড়সড় দুর্ঘটনা ঘটেনি। এলাকাবাসীদের দাবী প্রতিবছর বর্ষা এলেই প্রকাশ ঘাটের ওই অস্থায়ী বাঁশের সেতু ভাসিয়ে নিয়ে যায় দারকেশ্বরের জল। সমস্যা সমাধানে স্থায়ী সেতুর দাবী জানিয়েছেন এলাকাবাসী।