অবতক খবর,১৫ জুলাই,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমানঃচলছে বর্ষাকাল। কিন্তু সেভাবে বৃষ্টির দেখা মেলেনি এখনও। বৃষ্টি না হওয়ায় শুরু হয়নি আমন ধান রোয়ানোর কাজও। সারা মাঠ এখনো ঘাসে ভর্তি। ঠিকমতো জল না থাকায় মাঠে লাঙল অথবা ট্রাক্টর নামাতে পারেনি, চাষিরা। মন্তেশ্বর এর চাষী মদন গড়াই, কাজল রায়রা জানান ,আকাশে বৃষ্টি নাই, সেই সঙ্গে সরকারের পক্ষ থেকে ক্যানেলগুলিতেও এখনো জল ছাড়া হয়নি, ফলে চাষের কাজই শুরু করতে পারা যায়নি। মাঝে ছিটেফোঁটা যে বৃষ্টি হয়েছে তারফলে দুই একটি জমিতে চাষ দেওয়ার কাজ চলছে। চাষীদের দাবি অনেকদিন আগে বীজ ফেলা হয়েছে সেই বীজ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, বীজের বয়সও বেড়ে যাচ্ছে। ফলে দেরিতে ধান রোয়ানোর হলে তাতে ফলন কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি রোগ পোকার আক্রমণও বাড়তে পারে।

অন্যদিকে শ্রমিক শ্রেণীও চিন্তিত চাষ শুরু না হওয়ায়। খেতমজুর শিলটু বাগ বলেন, সেই মাস তিনেক আগে বোরো ধান কাটার সময় টানা কয়েক দিন কাজ পাওয়া গিয়েছিল। তারপর থেকে গত তিন মাসে মাঝে মাঝে দুই একদিন ছাড়া কাজই জুটছে না। আমন ধানের চাষ শুরু না হলে তাদেরও সমস্যা হচ্ছে বলে জানিয়েছে তারা। এই পরিস্থিতিতে চাষীরা চাইছে আকাশের বৃষ্টি অথবা ক্যানেলগুলিতে জল। এখন দেখার চাষীদের ইচ্ছা কিভাবে পূরণ হয় ।