অবতক খবর,২৪ জুলাই,জলপাইগুড়ি:জলপাইগুড়ি‌র মাসকালাইবাড়ি মহাশ্মশানের দুটি বৈদ্যুতিক চুল্লি বিকল হয়ে যাওয়ায় চরম ভোগান্তি‌র শিকার হচ্ছেন শ্মশান যাত্রীরা। বেশ কিছুদিন ধরে এখানে একটি চুল্লি বিকল হয়ে ছিল। এজন্য মাত্র একটি চুল্লিতেই ১২-১৫টি শব দাহ করতে হচ্ছিল। গত কয়েকদিন ধরে এই চুল্লিটিও খারাপ হয়ে যাওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছেন শ্মশানে আসা শবযাত্রীরা।

অভিযোগ, মাসকালাইবাড়ি মহাশ্মশানের দুটো চুল্লি‌ই এখন বিকল অবস্থায় রয়েছে। এমনকি
মৃতদেহ দাহ করার জন্য কোনও খড়ির বা কাঠের ব‍্যবস্থা নেই এখানে। এজন্য চরম ভোগান্তি‌র শিকার হতে হচ্ছে শ্মশান যাত্রীদের। শবদাহ করতে এসে ৮-১০ ঘন্টা বসে থাকতে হচ্ছে বলে অভিযোগ করেন শহরবাসীরা। রাতেও মৃতদেহ নিয়ে ঘন্টার পর ঘন্টা শ্মশানে বসে থাকায় চরম ভোগান্তি হচ্ছে বলে অভিযোগ করেন শবযাত্রীরা। বিষয়টি খতিয়ে দেখতে শনিবার শ্মশানে এসে ঘটনা‌টি খতিয়ে দেখেন জলপাইগুড়ি পুরসভা‌র প্রশাসনিক বোর্ডের সদস্য সৈকত চ‍্যাটার্জি। তিনি বলেন, দুটি চুল্লি বিকল হয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে উঠেছে।
মাসকালাইবাড়ি মহাশ্মশানে মৃতদেহ দাহ করতে আসা শবযাত্রীদের। খুব শীঘ্রই চুল্লি দুটি ঠিক করে দেওয়ার আশ্বাস দেন তিনি।