অবতক খবর, শিলিগুড়ি :    বাড়ছে রোগীর সংখ্যা। বাড়ছে সমস্যাও। সেকারনেই জলপাইগুড়ির কোভিড হাসপাতালে বেড এবং ডাক্তার বাড়ানোর কথা ঘোষনা করলো সাস্থ্য দপ্তর।

প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখনো পর্যন্ত জলপাইগুড়ি জেলাতে করোনাতে আক্রান্ত হয়েছেন ১,৬৯৯ জন। সুস্থ হয়ে কোভিড হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১,২০৮ জন। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত ১৩ জন। এদিকে যেভাবে আক্রান্তের সংখ্যা বাড়ছে এই পরিস্থিতিতে কোভিড হাসপাতালের সিসিইউতে রোগীর সংখ্যা বাড়ছে৷এই কারণে নতুন করে সিসিইউতে ২০টি বেড বাড়ানো হচ্ছে।

করোনা মোকাবিলায় উত্তরবঙ্গের অফিসার অন স্পেশাল ডিউটি ডাক্তার সুশান্ত রায় বলেন, ১৮টি বেড রয়েছে সিসিইউতে আরও ২০টি বেড বাড়ানো হচ্ছে। এছাড়া নার্স রয়েছেন ২২জন আরও ৫জন ট্রেনি নার্স নেওয়া হয়েছে। চিকিৎসক বাড়ানো হয়েছে।