অবতক খবর,৭ নভেম্বর,জলপাইগুড়ি: রবিবার ভোর থেকে জলপাইগুড়ি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের আর এন সরকারের রেশন দোকানে জিনিষ পত্র নিতে লাইন দেয় সাধারণ মানুষ।
তবে রেশন দোকান খোলার পরেও ডিলার রেশন সামগ্রী দিতে পারে না, মেশিন খারাপ আছে এই বলে,
এর পরেই ক্ষোভে ফেটে পড়েন রেশন নিতে আসা জনগণ, ক্রেতাদের অভিযোগ দীর্ঘদিন থেকে এই রেশন ডিলারের কাছে রেশন নিতে আসলে ,বলা হয়, লিংক নেই, আধার লিংক করে আনুন, এমন সব কথা।
রেশন সামগ্রী না পেয়ে বিক্ষোভ কারীরা পথ অবরোধ করার পাশাপাশি রেশন দোকানের সাটার নামিয়ে বন্ধ করে বিক্ষোভ দেখতে শুরু করে। ঘটনাস্থলে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।