অবতক খবর,২১ ফেব্রুয়ারি : সাতসকালে কাজে যাওয়ার পথে ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ১২ জন। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির উল্লাডাবড়ি জোড়াবাঁধ এলাকায় দশ চাকার ট্রেলার ট্রাকের সঙ্গে শ্রমিক বোঝাই একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। জানা গিয়েছে, ট্রাক্টরে করে রেলের নির্মাণকাজে যাচ্ছিলেন শ্রমিকরা। উল্টোদিক থেকে আসা একটি আরেকটি গাড়ি দ্রুত গতিতে এসে তাঁদের গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মারা যান একজন শ্রমিক। জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় আরও দু’জন শ্রমিকের। শ্রমিকদের অধিকাংশই মুর্শিদাবাদের ভগবানগোলা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রেলের ঠিকাদার সংস্থার হয়ে নির্মাণকাজে উত্তরবঙ্গে গিয়েছিলেন তাঁরা। চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, নিহতদের নাম সুমন শেখ, হোসেন শেখ ও কামাল মাল। দুর্ঘটনার পর ভয়াবহ অবস্থা হয় ট্রাক্টরটিরও। একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। চাকা ছাড়া গাড়ির আর কোনও অংশ দেখাই যাচ্ছে না। ট্রেলারটিরও অবস্থা তথৈব চ। সামনের দিকটা একেবারেই তুবড়ে গিয়েছে।

রমেশ সরকার নামে এক প্রত্যক্ষদর্শী জানান, “লরি আর ট্রাক্টরের মধ্যে ধাক্কা লাগে। ১০-১২ শ্রমিক ছিলেন ট্রাক্টরে। সকলেরই গুরুতর আঘাত লাগে। তিনজন মারাও গিয়েছেন। দোমহানি কাজে যাওয়ার  পথে এই ঘটনা।”