অবতক খবর,২৬ নভেম্বরঃ জমিতে নির্মাণকাজ চলাকালীন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধির বিরুদ্ধে কাজে বাধা সহ মারধর, ভাঙচুর, ছিনতাইয়ের অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। পাশাপাশি সমস্ত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেছেন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি। ঘটনায় জমির মালিক সুকান্ত সরকার আহত হয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জমির মালিক ও স্থানীয় রামগঞ্জ-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রতিনিধি এবং কর্মরত নির্মাণ শ্রমিক আচমকাই জমিতে ঢুকে জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি মহম্মদ জাবিদের বিরুদ্ধে মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগ তোলেন। অন্যদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন দাবী করে জমি এক সম্প্রদায়ের মানুষের কাছে বিক্রি করে দেওয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে স্থানীয় সমস্যা ভবিষ্যতে ঘটার আশঙ্কায় জমিতে গিয়েছিলেন বলে মন্তব্য করেন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি মহম্মদ জাবিদ। ঘটনার জেরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইসলামপুর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।