জবরদখল উচ্ছেদ করা নিয়ে কান্দি পৌরসভার পৌরকর্মী এবং জবরদখল কারীদের মধ্যে সংঘর্ষ

অবতক খবর,২৭ নভেম্বরঃ জবরদখল উচ্ছেদ করা নিয়ে কান্দি পৌরসভার পৌরকর্মী এবং জবরদখল কারীদের মধ্যে সংঘর্ষে উত্তপ্ত হলো মুর্শিদাবাদের কান্দি থানা এলাকা শনিবার দুপুরে ঘটনাটি ঘটে কান্দি পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড কান্দে বাসস্ট্যান্ডের পিছনে অপরদিকে ঘটনার পর ঘটনায় কান্দি পৌরসভার পৌর কর্মী ও জবর দখল কারী উভয় পক্ষের আহত হয় মোট ৬ জন সকলকেই চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে কান্দি মহকুমা হাসপাতালে অপরদিকে ঘটনার খবর পেয়ে কান্দি থানার আই সি সুভাষচন্দ্র ঘোষ মহকুমা পুলিশ আধিকারিক সাগর রানা প্রম করা ছুটে গিয়ে পরিস্থিতি সামাল দেয় নামানো হয় রেপ অপরদিকে এই ঘটনার পর পৌর কর্মী এবং জবর দখলকারীরা একে অপরের প্রতি অভিযোগের আঙুল তোলে এবং এই ঘটনার জন্য দায়ী করে যদিও ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ ও কান্দি পৌরসভা কান্দি পৌরসভার পুরো প্রধান জয়দেব ঘটক জানিয়েছেন কান্দি শহরের 14 নম্বর ওয়ার্ডের বাসস্ট্যান্ডের ঠিক পিছনে কিছু জবরদখরকারি রয়েছে যারা দীর্ঘদিন ধরে সরকারি জায়গা দখল করে নানা রকম ব্যবসা চালাচ্ছিল কিছুদিন আগেই ওদের নোটিশ দেওয়া হয়েছিল ওঠে অন্যত্র চলে যেতে কিন্তু কথা শোনেনি তারপরেই আমরা ওই জবরদখল উচ্ছেদের ব্যবস্থা করলে সকাল থেকে অবৈধ দোকান ঘর ভাঙ্গার কাজ শুরু হয় এবং এলাকার বাসিন্দারা জাবর দখলকারীদের সমর্থন করে পুরো করবিদের মারধর করে কাজে বাধা দেয় পুলিশ সবকিছুই জানে আইনত ব্যবস্থা নেবে আমরা কান্দি পৌরসভার পক্ষ থেকে শহরে কোথাও জবরদখল করে থাকতে দেব না এটাই আমাদের কথা পুলিশ জানিয়েছে ঘটনায় মোট 6 জন জখম হয়েছেন সকলের চিকিৎসা চলছে কান্দি মহকুমা হাসপাতালে দুজনকে আটক করা হয়েছে এলাকায় উত্তেজন না থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে রয়েছে রেপ মুর্শিদাবাদের কান্দি পুরসভার 14 নম্বর ওয়ার্ড কান্দি বাসস্ট্যান্ডের পিছনে দীর্ঘদিন ধরে রাস্তার পাশে জবরদখল করে দোকান চালাচ্ছিলেন পৌরসভার প্রাক্তন পুরো কাউন্সিলর কৃষ্ণ চন্দ্র ঘোষ এর কিছু অনুগামী কান্দি পৌরসভা জবরদখল কারীদের উঠে যেতে নোটিশ দিয়েছিল কিছুদিন আগেই আর তাতেই বিপত্তি