অবতক খবর,২ জুলাই,সনৎ বর্মন, কোচবিহারঃ গানে মনোরঞ্জন করে ভাইরাল হওয়া অজিত বর্মণকে খুঁজে পেলাম তুফানগঞ্জ ব্লকের দেওচড়াই গ্রামীণ গ্যাস বিতরণ সেন্টারের কর্মচারী হিসেবে কাজ করেন। অজিত বর্মন আগে বাংলার একটি জনপ্রিয় গান অমর সঙ্গী এর দুই লাইন নিজে রাজবংশী/কামতাপুরী ভাষায় নিজের গলায় মিউজিকে গান গেয়েছেন আর গানের তালে তালে নাচিয়ে নাচিয়ে ভাইরাল হয়ে পড়ে সোশ্যাল।

অজিত বর্মন ওরফে বুড়া একটি ভাল মনের মানুষ আর সবার সাথে আনন্দ ফুর্তি করে থাকে। রাস্তায় বা পথে তিনি গান করতে করতে গ্যাস বিতরণ করেন।

করোনা, লকডাউনের সময় থেকেই বাইরের শ্রমিকের কাজও করতেন।

খালি গলায় অজিতের গানের দুই এক লাইন গানের লাইন শুনে নিলাম।

হিন্দি গান কে রাজবংশী বা কামতাপুরী ভাষায় কনভার্ট করে নিজেই গান গেয়েই ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।