অবতক খবর,৩ এপ্রিলঃ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে রক্তের দালাল ধরা পরলো। চলছে রমজান মাস আর এই রমজান মাস শুরু হতেই শুরু হয় এই রক্তের আকাল। শুধু জঙ্গিপুর নয় বিভিন্ন হাসপাতালে এই সমস্যার মধ্যে পড়তে হয় রোগী পরিজনদের। কারণ এই রমজান মাসে রক্তদান শিবির প্রায় বন্ধই থাকে। যার ফলে রক্তের সমস্যা বেড়ে যায়। প্রয়োজনের তুলনায় রক্ত দেয়া সম্ভব হয়না হাসপাতালের ব্লাড ব্যাংক গুলিতে। আর এই সুযোগ নিতে ওত পেতে বসে থাকে দালালেরা। গ্রাম্য এলাকার মানুষেরা রক্তের খোঁজাখুঁজি করতেই তারা হেঁকে বসেন মোটা অংকের অর্থ। যা আজকেও ঘটেছে জঙ্গিপুর মহতমা হাসপাতালের ব্লাড ব্যাংক এ। শ্রুতি এক নাম্বার ব্লকের ভাগলপুর এলাকার বাসিন্দা রাশেদা খাতুনের বেসরকারি হাসপাতালে তার সিজারের মাধ্যমে পুত্র সন্তানের জন্মদিন।

তখন রক্তের প্রয়োজন হয় আর এই রক্ত খোঁজাখুঁজি করার সময় দালালের খপ্পরে পড়ে যান মুমূর্ষ রোগীর পরিবার তখনই ৩৫০০ টাকা বিনিময়ে দালালেরা রক্ত দেবেন বলেন। আর এই কথা জানতে পেরে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা পাওয়া যায় জঙ্গিপুর হাসপাতালে ব্লাড ব্যাংকের। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথেই ছুটে পালিয়ে যাই ওই রক্তের দালাল।