অবতক খবর,১৬ জানুয়ারিঃ শিয়ালদা ডিভিশনের নর্থ শাখায় বারবারই হকার উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। বারবার তার বিরোধিতা ও করেছে শাসক দল তৃণমূল কংগ্রেসের সংগঠন। এমনকি হকারদের বিক্ষোভের জেরে বারবার পিছু হটছে হয়েছে রেল প্রশাসনকেও। আজ সকালে জগদ্দল স্টেশনে হকার উচ্ছেদে যায় আরপিএফের বিশেষ টিম। সকাল থেকেই হকার উচ্ছেদ ঘিরে উত্তেজনা ছিল জগদ্দল স্টেশন চত্বরে। তবে আটোসাটো নিরাপত্তার মধ্যে দিয়েই জগদ্দল স্টেশনে তিনটি বন্ধ দোকান ভেঙে দেয় রেল পুলিশ।

গোটা বিষয়টি নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন হকারদের একাংশ। তাদের দাবি, আমরা দিন আনা দিন খাই। এর মধ্যেই পেটে লাথি মারছে রেল কর্তৃপক্ষ। ট্রেনে হকারি করে কত টাকাই বা ইনকাম হয়। রেল প্রশাসনের এই পদক্ষেপ নিয়ে চরম উদ্বেগে রয়েছে হকার মহল। যদিও গোটা ঘটনার বিরোধিতা করেছেন ভাটপাড়া পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অরুণ ব্যানার্জি। হকারদের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, কোন রকম আলাপ-আলোচনা ছাড়াই রেল কর্তৃপক্ষের এই মনোভাব মেনে নেওয়া যায় না। আমার মনে হয় আলোচনা করেই এদের সঠিক পুনর্বাসন দিয়ে তবেই রেল প্রশাসনের এই পদক্ষেপ নেওয়া উচিত।