অবতক খবর,৯ এপ্রিলঃ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঘরে বাইরে চাপের মুখে শাসক দল তৃণমূল কংগ্রেস। নানান সময় নানান দুর্নীতিতে নাম জড়াচ্ছে শাসকদলের নেতা কর্মীদের। তবে রাজনৈতিকভাবে তৃণমূলের ওপর চাপ বাড়াচ্ছে বিরোধী রাজনৈতিক দলের নেতারা। এবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ও কেন্দ্রের শাসক দল বিজেপি সরকারকে একযোগে নিশানা করে পথে নেমে বিক্ষোভ সামিল হলেন বাম কর্মী সমর্থকরা।

আজ জগদ্দল বিধানসভার অন্তর্গত আতপুর ডালডা মোড় থেকে শ্যামনগর পর্যন্ত চোর ধরো জেল ভরো স্লোগানকে সামনে রেখে একটি বিশাল মিছিল করে সিপিআইএম কর্মী সমর্থকরা। ওই মিছিল থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও কেন্দ্রীয় সরকারের নানান জনবিরোধী নীতির বিরুদ্ধে সোচ্চার হন বাম কর্মী সমর্থকরা। তবে মিছিল কে ঘিরে বাড়তি সতর্ক ছিল জগদ্দল থানার পুলিশ। মিছিলের পুরোভাগে ও মিছিল শেষে মোতায়েন করা হয়েছিল র‍্যাফ সহ পুলিশ আধিকারিকদের।