অবতক খবর,২২ জুলাইঃ জমিতে ঢোকার রাস্তা আটকে রাতারাতি গড়ে উঠেছে উদ্যান। ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর গাঙ্গুলি পাড়ার ঘটনা। ঠিক মূলাজোড় ভারতচন্দ্র গ্রন্থাগারের ঠিক উল্টোদিকেই পুরসভার উদ্যোগে গড়ে উঠেছে এই উদ্যান।জমির মালিক কাজলি গাঙ্গুলির অভিযোগ, জমিতে প্রবেশ ও বেরোনোর পথ আটকে জোর পাঁচিল তুলে দিয়ে তৈরি হয়েছে উদ্যান।

স্থানীয় কাউন্সিলরের কাছে একাধিকবার গিয়েও সুরাহা মেলেনি। কাজলি দেবীর আরও অভিযোগ, পার্কের পাঁচিল ভাঙার বিনিময়ে ছয় লক্ষ টাকা দাবি করেছেন স্থানীয় বিধায়ক সোমনাথ শ্যাম। এমনকি জমিটা প্রমোটারের হাতে তুলে দেবার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে। গোটা ঘটনা জানাজানি হতেই আজ ওই বৃদ্ধা জমি মালিকের বাড়ি পৌঁছান ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুন সিং।

সেখানে পৌছে তিনি ঘটনাস্থল ঘুরে দেখেন। এবং ওই বৃদ্ধার পাশে সব সময় থাকার আশ্বাস দেন তিনি। এবং সরকারও তার পাশে রয়েছে বলে জানান সাংসদ। শুধু তাই নয় তিনি বলেন দলের ভাবমূর্তি যারা নষ্ট করার চেষ্টা করছে তারাই এই কান্ড ঘটাচ্ছে। তার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে।ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী ও বিষয়টি জানেন। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।