অবতক খবর,২৫ জুনঃ উত্তর ২৪ পরগনার গাইঘাটার রামপুর খড়ের মাঠ এলাকায় বড় ভাইকে মাথায় আঘাত করে মেরে ফেলার অভিযোগ ছোটো ভাইয়ের বিরুদ্ধে। মৃত ব্যাক্তির নাম জয়দেব সরকার (৫৩)। অভিযুক্ত ছোট ভায়ের শ্যাম সরকার।

এলাকা সূত্রে জানা গেছে, শনিবার রাতে ছোটো ভাই তার বড়ো ভাইয়ের উপর চড়াও হয়, এবং কাঠ দিয়ে মাথায় সজোরে বাড়ি মারে। ঘটনা স্থলে লুটিয়ে পড়ে জয়দেব। স্থানীয়রা রাতে তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে।

পরিবার ও স্থানীয়রা জানায়, শ্যাম দীর্ঘদিন ধরে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি করত। কখন এলাকাবাসির সঙ্গে ঝামেলা করত। তবে পরিবারে সদস্যদের সঙ্গে ঝামেলা কারন পরিস্কার নয়।

মৃত ব্যক্তির মেজ ভাই সহদেব সরকারের দাবি, পরিবারের তিন ভাইয়ের সম্পত্তি ভাগ হয়ে গিয়েছে। ও বড় দাদা সঙ্গে একই ঘরে থাকতো।গতকাল রাতে মদ খেয়ে এসে দাদার সঙ্গে ঝামেলা করছিল। কিছু সময় পরে দেখি দাদা মাটিতে লুটিয়ে পড়েছে, তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। শ্যাম বড় কাঠ দিয়ে দাদার মাথায় বাড়ি মেরেছে। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে খবর এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয়নি।