Tihar বানানটি কি হবে আসলে আমি জানিনা, তিহার বা তিহাড়। Tihar শব্দটি এখন বঙ্গীয় আলোচনার বিষয়। সে যাই হোক এই জেলখানার একটি ভালোবাসার কথা লিখি।

ভালোবাসার আবার সামাজিক স্বীকৃতি কি? ভালোবাসি এটাই তো যথেষ্ট শব্দস্বীকৃতি।
তিহার জেলে বন্দি ভালোবাসার মানুষটি। হতে পারে আসামি বা অভিযুক্ত। তাতে কি ভালোবাসা কমে যায়?
স্ত্রীর দাম্পত্য অধিকার নিয়ে বসে আছে নারীটি তিহার জেলখানার বাইরে– ‘আনরেজিস্টার্ড ম্যারেজ’! সুতরাং প্রিয়তমের সঙ্গে দেখা করার প্রতিবন্ধকতা। কবে দেখতে পাবে ভালোবাসার মানুষটিকে! নারীটি রোজ আসে জেলখানায়। চুপটি করে বসে থাকে। ভালোবাসা কতদূর যায়, যেতে পারে?
সে কি ঢুকে যেতে পারে জেলখানার সেই লম্বা লম্বা মোটা শিকগুলো ভাঙচুর করে!

কবিতাটি হিন্দিতে লেখা কবি অজানা। ভাবানুবাদ আমার।

ছেঁড়া কথা

শুভ লিখি, সন্ধ্যা লিখি
লিখে চলি রোজই
এই চার দরোজার মধ্যে বসে আছি আমি,
আমি শুধু তোমার নাম লিখে চলি

এই যে তোমার আমার মধ্যে দূরত্বটুকু, বিষাদ বিচ্ছেদ পূর্ণ করে আছে
সেই বিষণ্ণ দিনগুলির কথা লিখে চলি

এ কোনো শব্দগাথা নয়, এ আমার হৃদয়ের ধ্বনি
ইচ্ছেগুলি বেঁচে আছে, ভাবি কবে সেই রোদ্দুরমাখা দিন আসবে

প্রতিদিন আমার কাছে আমি জিতে যাই,
শুভবার্তার কথা লিখি
এই চার দরোজার মধ্যে বসে আছি আমি,
আমি শুধু তোমার নাম লিখে চলি

কবিতাটি ছাপা হয়েছে একটি সংকলনে।
নাম Tinka Tinka Tihar edited by Vimla Mehra and Vartika Nandu.