অন্যদুর্গা —— পাঁচ

বঙ্গীয় উপত্যকা মানব মন্ত্রে জাগে। ভেঙে ফেলে ধর্মীয় অনুশাসন। বাগুইআটির অর্জুনপুরে ঘটে যায় ঐতিহাসিক ঘটনা।দত্তপরিবার হয়ে ওঠে দৃষ্টান্ত। চেতনার জাগরণে এ এক নয়া দিগন্ত।

ছিল দুর্গামা হয়ে গেলো ফতেমা
তমাল সাহা

চতুর্দিকে গেরুয়া প্রহরা,
তার মধ্যে স্বৈরতন্ত্রী স্বরকে উপেক্ষা করে
বঙ্গোপসাগরীয় বাতাসে ওঠে
জাগো জাগো রব।
ধর্মীয় রীতি ভাঙনের চলে এক মহা উৎসব।

মানুষের আবার জাত আছে নাকি!
সে তো স্বপ্ন নয়, বাস্তব পারিজাত
সংঘর্ষ সৃজন শৈলীতে তার রূপময় হাত।

মানুষের জয় ঘোষণা করে
আজ পুজো হবে ফতেমা কুমারী।
সে তো দুর্গার কালিকা রূপ
দেখো! দেখো! উজ্জ্বল সেই মুসলিম নারী।

কোথায় মৃন্ময়ী! ওই তো চিন্ময়ী রমণী!
আজ সে কন্যা আগামীতে
বসুন্ধরা জননী।

জাত ধর্মের মুখে দিয়ে ছাই
চলো বাগুইআটি অর্জুনপুরে যাই।
জাতপাতের ভাঙনের লড়াই
জয়ী যে পরিবার তার পাশে দাঁড়াই।

অষ্টমীর মাতৃপক্ষে
এ কোন আলোকিত ভোর!
এতো মানুষ আসে কোথা হতে,
জেগে ওঠে কোন মন্ত্রে?
ভেঙে ফেলে
ধর্মীয় আঁধার ঘনঘোর।

মানুষে মা দেখি, ফতেমাতে মা
মাভৈঃ মন্ত্রে মা দেখি
প্রতিমার অন্তে দেখি মা।

এ কোন ঘরের মেয়ে!
সে তো সকলেই জানে
আমাদের নিজেদের প্রিয় উমা।