অবতক খবর,১৩ মে: রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনলাইন পরীক্ষার দাবিতে শুরু হয়েছে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ। তাদের বক্তব্য, সেমিস্টারের ৭০ শতাংশই অনলাইনে হয়েছে। বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে এখনো ঠিকঠাকভাবে অনলাইন ক্লাস শুরু হয়নি। তাই তারা চাইছেন যে, চতুর্থ এবং ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হোক।

আর ছাত্র-ছাত্রীদের এই দাবির কথা মাথায় রেখে রাজ্যের শিক্ষা মন্ত্রীকে চিঠি দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য্য।

তিনি তাঁর কাছে আবেদন করেন,যাতে এই পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের দিকটিও বিবেচনা করে দেখা হয়।

এর পাশাপাশি তিনি এও আবেদন করেন যে, আগামী সেমিস্টার থেকে যাতে সম্পূর্ণ অফলাইনে পঠন-পাঠন এবং পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করা হয়।