নরেশ ভকত :: অবতক খবর :: বাঁকুড়া ::    করোনা আতঙ্কের পাশাপাশি এবার হাতির আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষ। করোনা আতঙ্কের ফলে লক ডাউনের পরিস্থিতিতে রাজ্য সরকারের নির্দেশ মতো বন্ধ রয়েছে সমস্ত স্কুল কলেজ। তাই স্কুলের মিডডে মিলের পরিবর্তে ছাত্র ছাত্রীদের মধ্যে নির্দিষ্ট পরিমান চাল, আলু বিলি করার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু ছাত্র ছাত্রীদের মিডডে মিলে ভাগ বসাতে এলো দুটি হাতি।

গঙ্গাজল ঘাটি ব্লকের বড়জুড়ি গ্রামের জঙ্গলের কাছাকাছি হাইস্কুলে ছাত্র ছাত্রীদের জন্য থাকা মজুত মিড ডে মিলের চাল খেয়ে এবং ছিটিয়ে চম্পট দিল দু’হাতি। মঙ্গলবার রাত্রে দুটি হাতি খাবারের সন্ধানে আচমকাই ঢুকে পড়ে বড়জুড়ি গ্রামের কাছাকাছি হাইস্কুলে। মিডডে মিল রাখা রুমের দরজা ভেঙে দুটি হাতি ঢুকে মজুত থাকা দু’বস্তা চাল খেয়ে ছিটিয়ে দিয়ে চম্পট দেয় দুটি হাতি ।

এরপর গ্রামে ঢুকে একটি বাড়িতে মজুত থাকা ধান খেয়ে হাতি দুটি চলে যায় পাশের জঙ্গলে ফলে হাতির আতঙ্কে আতঙ্কিত এলাকার মানুষ।