অবতক খবর , উত্তর দিনাজপুর :     ছট পূজার ঘাটে কোভিড হাসপাতালের সরঞ্জাম ফেলার পাশাপাশি হাসপাতালের নালার নোংরা জল ফেলার প্রতিবাদে সরব হলেন ছট ব্রতিরা। বুধবার সকালে ইসলামপুর তিস্তা পল্লীর পুকুরে পূজার ঘাট তৈরি করতে গেলে এই বিষয়টি দেখে ক্ষোভে ফেটে পড়েন তারা।

অভিযোগ, কোভিড হাসপাতালের সরঞ্জাম ফেলে সেখানে দূষণ ছড়ানো হয়েছে। এতে তাদের মধ্যে আতঙ্কও ছড়িয়েছে। ইসলামপুরে ঘাটের সংখ্যা কম থাকায় উৎসবের মুহূর্তে চরম সমস্যায় পড়েছেন ছট ব্রতীরা। সংশ্লিষ্ট বিষয়ে এদিন রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন তারা। ঘাট তৈরি করতে আসা পরমানন্দ যাদব জানান, এ বছর ঝুঁকি নিয়ে কিভাবে তারা পূজা করবেন। তবে আগামীতে যাতে এই সমস্যা না হয় তার জন্য প্রশাসনিক ভাবে ব্যবস্থা নেওয়া হোক।

ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইলাল আগরওয়াল জানান, কোভিড হাসপাতালে সরঞ্জাম খেলা নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছে কিন্তু একটা বিকল্প উপায় খোঁজার চেষ্টা চলছে সমস্যা সমাধানের জন্য।