অবতক খবর,৩ আগস্টঃ চ্যাংড়াবান্ধায় পূর্ণার্থীর মৃত্যুর ঘটনায় মঙ্গলবার মেখলিগঞ্জে আসেন ফরেনসিক দল। তাদের সাথে সি আই পুরন রাই, ওসি রাহুল তালুকদার প্রমুখ ছিলেন।

উল্লেখ্য শীতলকুচি থেকে একটি পিক আপ ভ্যানে চেপে একদল পুণ্যার্থী জল্পেশ মন্দিরের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। চ্যাংড়াবান্ধা ধরলা সেতু এলাকা পেরিয়ে কিছুটা দূরে ময়নাগুড়ি-মাথাভাঙ্গা সড়কে দুর্ঘটনাটি ঘটে। ওই গাড়িতে থাকা কয়েকজন পূণ্যার্থী জানিয়েছেন, তারা গাড়িতে জেনারেটরের সাহায্যে ডিজে বাজিয়ে চলছিলেন।

এমন সময় জেনারেটর থেকে পুরো গাড়িটি শর্ট সার্কিট হয়ে যায়। গাড়ির মধ্যে থাকা কয়েকজন হঠাৎ লুটিয়ে পড়েন। চিকিৎসার জন্য দ্রুত তাদের চ্যাংড়াবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে চিকিৎসকগণ ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন। ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। যদিও পুলিশ মঙ্গলবার জানিয়েছেন, এদিন আর দুজন জলপাইগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। ফরেনসিক দল প্রাথমিকভাবে জেনারেটরের শর্ট-সার্কিট এর কথাই বলেছেন।