চোরেদের বাঁচাতে গিয়ে দিদির তহবিল ফাঁকা হয়ে যাচ্ছেঃঅধীর রঞ্জন চৌধুরী

অবতক খবর,২৫ নভেম্বর,মুর্শিদাবাদ:- আজ শুক্রবার প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিক বৈঠকে বলেন চোরদের বাঁচাতে দিদির তহবিল ফাঁকা হয়ে যাচ্ছে এটা দিদি নিজেই বলেছেন। তিনি বলেন দুর্নীতিকে থামাতে একবার হাইকোর্ট একবার সুপ্রিমকোর্ট যেতে হচ্ছে দিদির সরকারকে এক্ষেত্রে প্রথম মানুষের অধিকার কেড়ে নেয়া হলো দ্বিতীয় দক্ষ লোকদের পরিবর্তে অদক্ষ লোকদের চাকরি দেয়া হলো তৃতীয় এই চোরদের রক্ষা করতে উকিলের খরচ দেবে সরকার। এই সমস্ত অর্থটাই যাবে মানুষের পকেট কেটে বললেন অধীর। একদিকে মানুষ বঞ্চিত হচ্ছে যাদের দ্বারা মানুষ বঞ্চিত হচ্ছে সেই লুটেরাটের বাঁচাতে মানুষের টাকা খরচ করে তাকে বাঁচাবার জন্য কোটি কোটি টাকা ব্যয় করছেন দিদির সরকার। এই সরকার চোর ,বীরদের বাঁচাবার জন্য বড় বড় ব্যারিস্টার নিয়োগ করছেন, এই চোর বাঁচানোর ব্যারিস্টার নিয়োগ করতে দিদির কিনা টাকা শেষ হয়ে যাচ্ছে। অধীর বলেন দিদি আপনাকে তো কেউ দিব্যি দেয়নি চোর বাঁচাতে লুটেরা বাঁচাতে আপনি বড় বড় ব্যারিস্টার নিয়োগ করে সরকারি তহবিল ফাঁকা করতে আপনাকে কে মাথার দিব্যি দিয়েছে? বাংলার মানুষ তা আপনাকে বলেনি, বললেন অধীর ।

তিনি আরো বলেন দিদির বীরভাই গরিব মানুষ লটারি পেয়েছে তার কাছ থেকে ধুমকি দিয়ে ভয় দেখিয়ে লটারি টিকিট নিজের করে নিয়েছে কালো টাকাকে সাদা করার জন্য, দিদির ভাই অনুব্রত মন্ডল। দিদির বীর ভাই গরিব মানুষের কোটি টাকা পাওয়া লটারি টিকিট ধুমকি দিয়ে কেড়ে নিচ্ছে দিদির বীর ভাই। দিদির এক বীর আসানসোলে আরেক বীর আলিপুরদুয়ারে। এরকম কত বীর দিদির দলে আছে সব আস্তে আস্তে জনগণ দেখতে পাবে। বললেন অধীর রঞ্জন চৌধুরী।