অবতক খবর,সংবাদদাতা,উত্তর দিনাজপু,১৭ই মে:: উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের কালাগছ এলাকায় আম আদমি পার্টির পোস্টার ঘিরে শোরগোল শুরু হয়েছে। মঙ্গলবার সকালে এমনি চিত্র ধরা পরল চোপড়া ব্লকের কালাগছ এলাকায়। পোস্টারে যোগদান করার জন্য নির্দিষ্ট একটি মোবাইল নাম্বার দেওয়া আছে। মিস কল দিলেই আম আদমি পার্টিতে যোগদান হয়ে যাবে, সেই পোস্টারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ছবিও রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগেই এই পোস্টার ঘিরে শোরগোল শুরু হয়েছে চোপড়া ব্লক জুড়ে। তবে পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস।

চোপড়ার বিধায়ক হামিদুল রহমান বলেন, এটা কিছু দালালদের কাজ, শুধু টাকা নেওয়ার জন্য করছে। দিনের বেলায় কাউকে দেখা যায় না। তাই রাতের অন্ধকারে এই কাজ করেছে। যে যাই করুক, মানুষ বুঝে গেছে তৃণমূল কংগ্রেসের সরকার ছাড়া আর কোনও উপায় নেই। অন্যদিকে বিজেপির এক নেতা জানিয়েছেন, এটা একটা রাজনৈতিক দলের পোস্টারে তাই লাগাতে পাড়ে, তবে পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলতে কিছুই নেই, তাই গণতন্ত্রের অধিকারের জন্য লাগাতেই পাড়ে বলে জানান তিনি।