অবতক খবর,৯ আগস্ট,চোপড়া:-চোপড়ায় পালিত হল বিশ্ব আদিবাসী দিবস। চোপড়া ব্লকের মাঝিয়ালি অঞ্চলের দেবীঝোড়া বটতলা মোড়ে সোমবার অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে দিনটি পালন করা হয়।
সংগঠনের পক্ষে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সঙ্গীত এবং সংগঠনের পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলনে অংশ নেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফাদার মারকুস মার্ডি, এবং সংগঠনের জেলা সভাপতি ভিক্টর বারলা।

এরপর বিশ্ব আদিবাসী দিবস এর তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের কোর কমিটির সদস্য জয় মিনজ , ডাক্তার নিমাই উড়াও ,চোপড়া ব্লক কমিটির সম্পাদক দীনেশ লাকরা জাকেরিয়াস লাকরা প্রমূখ।

বক্তারা জানান,সারা বিশ্বে প্রায় ৯৭ টি দেশে প্রতি বৎসর ৯ ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস হিসেবে দিনটি পালন করা হয়ে থাকে।