অবতক খবর, শিলিগুড়িঃ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত ইস্টার্ন বাইপাস এলাকায় একটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটেছিল কিছুদিন আগে।ওই চুরির ঘটনার তদন্তে নেমে নিউ জলপাইগুড়ি পুলিশ বানারহাট থেকে ২৯ জানুয়ারি রাজা রায় নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে। ধৃত ওই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে নিউ জলপাইগুড়ি থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী দুই দুষ্কৃতীর নাম পায়। এরপর ওই দুই দুষ্কৃতী খোঁজে তল্লাশি শুরু করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।গত সোমবার রাতে মেলে সাফল্য।ধৃত দুই দুষ্কৃতীর নাম দীপ্তি কান্ত মিশ্র এবং অর্জুন সাহানি। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ইস্টার্ন বাইপাস এলাকার ওই মোবাইলের দোকানে চুরির ঘটনায় যুক্ত তারাই। চুরি করা মোবাইল বিভিন্ন জায়গায় বিক্রি করে দিয়েছে তারা।আর সেই করণেই ধৃতদের আদালতে তুলে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মোবাইলের দোকান থেকে চুরি যাওয়া মোবাইল গুলি উদ্ধারের তদন্তে নামে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ বলে জানা গিয়েছে। পুলিশ হেফাজতে নিয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও চুরি যাওয়া সাতটি মোবাইল উদ্ধার করল। পাশাপাশি উদ্ধার হয়েছে একটি এলইডি টিভি। পাঁচদিনের রিমান্ড শেষ হচ্ছে রবিবার সেই কারণে রবিবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।পাশাপাশি শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শনিবার রাতে ফুলবাড়ি এলাকায় নাকা তল্লাশি করার সময় মিঠুন বর্মন নামে এক যুবককে গ্রেফতার করল। ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ। ধৃত মিঠুন বর্মন এর বাড়ি বীরপাড়া। নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে শিলিগুড়ি শহরের কোন অপরাধ করতেই আসছিল বলেই সন্দেহ।