অবতক খবর,২৫ মার্চঃ চিরকুটের মাধ্যমে লোক ঢোকানো যায় না। চিরকুট দিয়ে কখনো চাকরী হয়না। গত কয়েকদিন ধরে ব্রাত্য বসু সহ তৃণমূল কংগ্রেসের সকলেই বলেছিলেন এই চিরকুটের কথা। আর শনিবার কলকাতা পুরসভার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম পরিস্কার জানালেন চিরকুট দিয়ে কখনও চাকরী হয় না। উদয়ন গুহ পাগলের মতো কি বলেছে জানিনা। এটা আগেকার দিনের কনসেপ্ট ছিল। কাউকে সরকারি চাকরীতে ঢুকিয়ে দেওয়া যায় এই ভাবনা সাতের দশকে ছিল। কিন্তু পরবর্তীতে এখন সার্ভিস কমিশন হয়েছে বিভিন্ন রুলস রেগুলেশন রয়েছে এখন ওভাবে ঢোকানো যায় না। অর্থাৎ এই কদিন ধরে সিপিআইএম ঠিক যা যা বলে আসছিল শনিবার ফিরহাদ হাকিম তাতেই শিলমোহর দিলেন। একেবারেই দলের বিরুদ্ধে মন্তব্য করেছেন এদিন ফিরহাদ হাকিম। তবে এখানেই থেমে থাকেননি তিনি। রাজ্যের বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছেন

সামাজিক বয়কট করতে সিপিএমকে। জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্য প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন,

সিপিএমের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করেছি। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে একমত নই। আদর্শ গত ভাবে একমত নই। ব্যক্তিগতভাবে আমার মত সিপিএম বাড়ির কেউ অসুস্থ হলে কাউন্সিলর বা এম এল এ হিসেবে আমার দায়িত্ব তাঁকে পরিষেবা দেওয়া। কারুর মৃত্যু হলে শ্মশান যাওয়া মানুষ হিসেবে আমার কর্তব্য। সামাজিকভাবে বয়কট সিপিএম করতো আমরা এসবে বিশ্বাস করিনা। মানুষ কে ভালোবাসলে এবং নিজের মানবিকতার মধ্যে দিয়েই সকলের মন জয় করতে হবে। তাই খুব স্বাভাবিকভাবেই বলা যেতেই পারে রাজ্যের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের যা মত সেই মতের সম্পূর্ণ উল্টো কথা বললেন রাজ্যের মন্ত্রী ও কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম।