চিপকো, জড়িয়ে ধরো
তমাল সাহা
(পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা স্মরণ)

নির্জনতার প্রহরে নীরবতা ছিল
হঠাৎ গাছগুলি মেয়ে হয়ে গেল, আশ্চর্য!
না মেয়েগুলি গাছ হয়ে গেল।

এইভাবে রাষ্ট্রীয় দুর্যোগ নেমে এলে
নারীরা গাছ হয়ে যায়
গাছকে আঁকড়ে ধরে রাখে
তাদের গায়ে সেঁটে থাকে বনজ গন্ধ।

রাষ্ট্রের হাতে কুঠার।
গাছগুলো বলে,
বাঁচাও! চিপকো! জড়িয়ে ধরো!
আর মেয়েগুলো তত জোরে চেপে ধরে গাছকে
গাছ মানবী হয়ে যায়।

পরিবেশ জীবনকে গড়ে তোলে
আন্দোলন জীবনকে পরিচর্যা করে
এসব শেখাতে শেখাতে চলমান মানুষটি
পরিবেশ থেকে ভূমিজ সংগ্রামে
হাঁটতে হাঁটতে পাহাড়ের ঢাল বেয়ে
সমতলে নেমে আসে।

মানুষটি হয়তো মরে যায়
চিপকো থেকে যায়…

চিপকো! চিপকো!
প্রকৃতিকে জড়িয়ে ধরো।