চিন থেকে ৩২৩ জন ভারতীয়কে দেশে ফেরানো হল

অবতক খবর, নয়াদিল্লীঃ দ্বিতীয় দফায় চিন থেকে ৩২৩ জন ভারতীয়কে দেশে ফেরানো হয়ে গেল। সঙ্গে ফিরে এসেছে ৭ মালদ্বীপের বাসিন্দা ।  রবিবার এয়ার ইন্ডিয়ার বিমানে দেশে ফেরানো হয়েছে । চিনের উহান প্রদেশ থেকে রবিবার সকাল ৯.৪৫ মিনিটে ভারতের মাটিতে পা রাখে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি।

যাত্রীদের দেশে ফেরার বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন চিনে ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি । ট্যুইট বার্তা লিখেছেন, ‘দ্বিতীয় দফায় উহান থেকে দিল্লীর উদ্দেশ্যে ৩২৩ ভারতীয়র সঙ্গে ৭ জন মালদ্বীপের নাগরিক ফিরে আসছেন। এই প্রত্যাবর্তনের জন্য তিনি চিন এবং স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন ।’

নোভেল করোনাভাইরাসের জেরে চিন সহ বিশ্বের বিভিন্ন দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। চিনে বহু লোক আক্রান্ত এই ভাইরাসে। আর এর জেরে ভারত সরকার চিনে থাকা ভারতীয় পড়ুয়া সহ অন্যান্য ভারতীয়দের ‘এয়ার লিফটের’ মাধ্যমে দেশে ফিরিয়ে নিয়ে আসছে ।