অবতক খবর,১৮ ডিসেম্বর: মুর্শিদাবাদ মেডিকেল কলেজের অত্যাধুনিক চিকিৎসা ও পরিষেবা যাতে ভালো হয়, তার জন্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও মেডিক্যাল কলেজের যৌথ সহায়তায় জেনারেল থেকে পেডিয়াত্রিক যারা রোগী আছেন তাদের অত্যাধুনিক পরিষেবা যাতে পায় তার জন্য 16 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন মেডিকেল কলেজে আনা হলো।

এতে রোগী পরিষেবা আগের তুলনায় অনেকটাই ভালো দেওয়া হবে বলে জানালেন মুর্শিদাবাদের জেলাশাসক শরদকুমার দ্বিবেদী। এছাড়াও মেডিকেল কলেজের এম এস ভি পি অমিও কুমার বেরা জানালেন, এই ভাবে যদি কর্পোরেট এগিয়ে আছে এবং সরকার সঙ্গে তারা যৌথভাবে কাজ করে এনজিওরা তাহলেও চিকিৎসার মান অনেকটাই ভাল হবে বলে তিনি জানান। করোনার সময় থেকে মেডিকেল কলেজ অনেক ভালো কাজ করে চলেছে আগামী দিনে কর্পোরেট যারা আছেন তারা আরও উৎসাহ পাবে বলে তিনি জানালেন।