অবতক খবর,৭ এপ্রিল,ইটাহার: চাষের জমিতে জল দিতে গিয়ে বিদ্যুৎ চালিত জল সেচের মেশিনের তার থেকে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে গুরুতর আহত তিন জন কৃষক। এমনি ঘটনা ঘটেছে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার মারনাই অঞ্চলের বীরনগর গ্রামে। স্থানীয় সূত্রে জানাযায়, এদিন সকালে বীরনগর গ্রামের বেশ কয়েকজন এলাকার বাসিন্দা তথা কৃষক চাষের জমিতে জল দিতে যায়।

সেই সময় জমিতে থাকা বিদ্যুৎ চালিত জল সেচের মেশিনের তার শরীরে লেগে পরপর বিদ্যুৎ স্পৃষ্ট হয় আরজাউল হক, আমরুল হক ও আনজারুল হক। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় বীরনগর এলাকায়। এরপর প্রত্যক্ষদর্শী অন্যান্য বাসিন্দারা তাদের জমি থেকে উদ্ধার করে তড়িহড়ি ইটাহার গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের রায়গঞ্জ জেলা হাসপাতাল স্থানান্তর করে চিকিৎসক। অল্পের জন্য রক্ষা পায় জমিতে কাজ করা অন্যান্য কৃষকরা। বর্তমানে আহত তিনজন কৃষক রায়গঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে বলে জানা যায়।