দিল্লিতে এখন লেখা হচ্ছে শতাব্দীর ভারতীয় মহাকাব্য।তার নায়ক ভারতীয় অন্নদাতা কৃষক। সালাম তোমায় কৃষক ভাই!

চাষাভুষোর কাব্য
তমাল সাহা

আগ্ৰাসী অন্ধকারকে ভেদ করে জ্বলে ওঠে রাত্রির মশাল।
মাটির উপরে বসে আছে লক্ষ লক্ষ কিষান, জমায়েত বিশাল।

আকাশে অজস্র নক্ষত্র,চন্দ্র দিচ্ছে আলো
হাড়-কাঁপানো শীত, প্রবাহ কনকনে।
তা সত্ত্বেও বুকের ভেতর লক্ষ লক্ষ আগুন
লেলিহান গনগনে।

ইতিহাসে পড়েছি
কৃষক বিদ্রোহ,কতসব নাম–
সাঁওতাল,চোয়াড়,মোপালা,নীল।
এই বিদ্রোহ লেখে অন্য ইতিহাস
আগেকার বিদ্রোহের সঙ্গে অমিল।

সেসব বিদ্রোহ সবই রক্তাক্ত–
হাতে দা কুড়াল ধনুক তীর।
এই বিদ্রোহ জনজাগরণ ঘটায়
অহিংস লাখো লাখো কিষান বীর।

দীর্ঘ লংমার্চ,সীমান্ত অবরুদ্ধ
সংগ্রামের সাথে চলে পড়াই-লিখাই।
বলিরেখাময় বৃদ্ধ-বৃদ্ধা কিষান-কিষানির মুখ
সঙ্গে পরিবার এক বিস্ময়ী লড়াই।

দিনে রৌদ্র,রাতে জ্যোৎস্না, শিরশিরে হিম
গ্যাস জলকামানের মুখোমুখি কিষান।
ঐতিহাসিক মোগল স্থাপত্য তাকিয়ে দেখে
ট্রাক্টরের মাথায় উড়ছে লাল নিশান।

এ লড়াই খরস্রোতা নদীর মতো নাব্য।
উত্তরে ধ্রুবতারা সাক্ষী থাকে
ভারতে লেখা হয় নতুন চাষাভুষোর কাব্য।