অবতক খবর,২১ আগস্ট,শান্তিপুর,নদীয়া: এবার চালের আরতের ভেতর থেকে উদ্ধার অত্যন্ত বড় আকারের বিষধর গোখরো সাপ।
চালের আরতে কর্মরত শ্রমিকদের মধ্যে আতঙ্ক। ঘটনাটি শান্তিপুর কালনা ঘাটের।
জানা যায়,শনিবার বেলা বারোটা নাগাদ ওই এলাকার চাল আরতের মালিক নারায়ণ মন্ডলের চালের আরতের চালের বস্তা মজুদ করে রাখা গাদার ভিতরে ওই বিষধর গোখরো সাপটিকে ঢুকে থাকতে দেখে কর্মরত শ্রমিকরা।

এরপরই আতঙ্ক সৃষ্টি হয় শ্রমিকদের মধ্যে। যদিও শ্রমিকদের কাছে বনদপ্তরের কোনরকম ফোন নাম্বার না থাকায় অবশেষে তারা ফোন করে স্থানীয় বন্যপ্রাণী উদ্ধারকারী অনুপম সাহাকে।
ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী অনুপম সাহা এবং বেশ খানিকটা সময়ের চেষ্টায় ওই বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করে বস্তাবন্দি করে।

চালের আরতের কর্মরত শ্রমিকরা জানান, অত্যন্ত বড় আকারের বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করার পরে যথেষ্টই স্বস্তি মিলেছে তাদের।

উদ্ধারকারী অনুপম সাহা জানান, কোন রকম খাবারের খোঁজেই হয়তো ভেতরে ঢুকে পড়েছিল আর বেরোনোর রাস্তা পায়নি। সেই কারণেই মজুদ করে রাখা চালের বস্তার পাশে ঢুকেছিল সাপটি। বিষধর গোখরো সাপটিকে উদ্ধার করা হলো এখন শান্তিপুর বাহাদুরপুর পলাশ গাছি বিটের বনদপ্তরের হাতে তুলে দেওয়া হবে।