অবতক খবর,৫মে: লকডাউনের প্রথম থেকেই বন্ধ হুকুমচাঁদ জুটমিল। কিন্তু ৬মে বুধবার, অর্থাৎ আগামীকাল থেকে জুটমিল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে ৯৫ জন করে শ্রমিক নিয়ে চালু হচ্ছে জুটমিলের সেলাই বিভাগ। মোট তিনটি শিফ্টে কাজ হবে। তিনটি শিফ্টে ৯৫ জন করে শ্রমিক অর্থাৎ মোট ২৮৫ জন শ্রমিক প্রতিদিন কাজ করবেন। আর এই খবর পেয়েই খুশির হাওয়া বইছে শ্রমিক মহলে। তারা বলছেন,‌ জুট মিল খুলছে এতে আমরা অত্যন্ত খুশি। যদিও এখানে সব শ্রমিক কাজ করতে পারবেন না। কিন্তু আশা করা যায় যে ধীরে ধীরে সব বিভাগ খুলবে এবং সব শ্রমিকই কাজ করবেন। এই মিলের ভারতীয় মজদুর সংঘের মহাসচিব ববন যাদব বলেন, জুটমিলের মোট ৮টি ইউনিয়নের নেতৃত্বদের সঙ্গে বৈঠক করা হয় এবং তাতে সিদ্ধান্ত নেওয়া হয় সরকারি নির্দেশ মেনেই মিল চালু করা হবে। পরে আবেদন করা হবে যাতে আরো বেশি শ্রমিক কাজ করতে পারেন। এই জুটমিলে ৬৮৬০ জন শ্রমিক প্রতিদিন কাজ করেন। কিন্তু তার মধ্যে ২৮৫ জন শ্রমিককে কাজে নিলে সেটা বাকি শ্রমিকদের জন্য মোটেই উৎসাহজনক নয়। ‌ তবুও শ্রমিকপক্ষ চায় যে জুটমিল চালু করা হোক। জুট শ্রমিক ইউনিয়নের সংযুক্ত সচিব ধীরাজ ঝাঁ বলেন, শ্রমিকরা কাজ করার সময় সোশ্যাল ডিস্ট্যান্সিং বজায় রাখা হবে। জুট মিলের আশেপাশে থাকা মজদুরদের কাজের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।‌ কনটেইনমেন্ট জোনে বসবাসকারী শ্রমিকদের কাজে নেওয়া হবে না। অন্যদিকে নৈহাটি জুটমিল কর্তৃপক্ষ ৩০ জন শ্রমিককে নিয়ে সেলাই বিভাগ চালু করেছেন। সেখানে কেবল একটিই শিফ্ট চলছে। এই জুটমিলের বিএমএস-এর মহাসচিব যোগেন্দ্র সিং বলেন, রমজান মাস চলার কারণে তাদের ইউনিয়ন চেষ্টা করছে যে,লকডাউনের কারণে যেসকল শ্রমিক দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের যাতে কিছু সাহায্য করা যায়।