অবতক খবর,২৮ এপ্রিল,জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমানঃ চাকরি করে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত সন্তু চক্রবর্তী বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় এলাকার বাসিন্দা। মন্তেশ্বর থানা সূত্রে জানা গেছে বৃহস্পতিবার ওই ব্যক্তি বাঘাসন গ্রামের শিবম দলুই এর বাড়িতে গিয়ে চাকরি করে দেওয়া নাম করে কাগজপত্র ও কিছু টাকা পয়সা নেয়।

এরপর পাড়া-প্রতিবেশীর সঙ্গে কথা বলে নিজের ভুল বুঝতে পেরে খোঁজখবর শুরু করেন ইতিমধ্যে ওই ব্যক্তি সেখান থেকে চলে যায়। ঘটনা মন্তেশ্বর থানায় অভিযোগ জানায় শিবম। পুলিশ জানাই অভিযোগের পর তদন্তে নেমে পিপলন এলাকায় ওই ব্যক্তির আরো একটি বাড়িতে ভুল বুঝিয়ে টাকা নেওয়ার সন্ধান পাওয়া যায়। সেখান থেকেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। অভিযুক্তের দাবি মাত্র কাগজপত্রই জমা নেওয়া হচ্ছিল কোন টাকা নেওয়া হয়নি। ধৃতকে শুক্রবার কালন আদালতে পাঠিয়েছে মন্তেশ্বর থানার পুলিশ।

ধৃতের কাছ থেকে শিবমের দেওয়া কাগজ পত্র ও ১হাজার ৫০০ টাকা সহ জাল কিছু কাগজ পাওয়া গিয়েছে বলে জানান পুলিশ।