অবতক খবর ::অনুপ কুমার মন্ডল, নদীয়া::নদীয়ার চাকদহ শিমুরালি তরুণ সংঘের ক্লাব প্রাঙ্গণে নেহেরু যুব কেন্দ্র এবং শিমুরালি তরুণ সংঘের ব্যবস্থাপনায় জন সচেতনতা শিক্ষা শিবির অনুষ্ঠিত হলো। সকাল দশটা থেকে শতাধিক মানুষকে সঙ্গে নিয়ে এই শিবির অনুষ্ঠিত হয়।এই শিবিরের মূল আলোচ্য বিষয় ছিল জল, ডেঙ্গু , কৃষিতে জৈব রাসায়নিক সারের উপকারী এবং অপকারী ও নারী,শিশু কল্যাণ নিয়ে আলোচনা সভা।এই অনুষ্ঠানের মূল বক্তা ছিলেন শিক্ষক কাজল ব্যানার্জি, ডক্টর গোপাল হালদার ,সৌমেন দে, গৌর অধিকারী এবং ক্লাব সম্পাদক অরিন্দম দাস।এই সচেতনতা শিবির নিয়ে ক্লাব সম্পাদক অরিন্দম বাবু বলেন আমরা এই সচেতনতা শিবির এর মাধ্যমে মানুষের আরো কাছে যেতে চাই ।জমা জল বাড়িতে যাতে না জমতে দেওয়া হয়, জল অপচয় যাতে না করা হয়, জৈব- রাসায়নিক সার সম্বন্ধে সুফল কুফল এবং নারী কল্যাণ সম্বন্ধে আলোচনা সভা করে সচেতন করাই আমাদের তরুণ সংঘ ক্লাবের মূল লক্ষ্য ছিল।