অবতক খবর,অনুপ কুমার মন্ডল,নদীয়া: নদীয়া চাকদহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী রত্না ঘোষ নিজের কেন্দ্রে দলের ঘোষিত কর্মসূচি ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি পালন করলেন।

শনিবার চাকদহ সম্প্রীতি মঞ্চে দলের কর্মী-সমর্থক নেতৃত্বদের নিয়ে কর্মসূচি পালন করেন। এই পরিপ্রেক্ষিতে বিধায়ক রত্না ঘোষ  বলেন, ‘২ মার্চ বাংলার গর্ব মমতা আমাদের মুখ্যমন্ত্রীর হাত ধরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই কর্মসূচি সূচনা করেছিলেন। আমাদের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে একই সঙ্গে এই কর্মসূচি পালিন করা হচ্ছে। আমরাও তাই চাকদহ বিধানসভা কেন্দ্রে সম্প্রীতি মঞ্চে এই কর্মসূচির সূচনা করলাম।’ তিনি বলেন,’ এই কর্মসূচির মূল উদ্দেশ্য সারা ভারতবর্ষ জুড়ে আমরা দেখছি সংবিধানকে এবং সংবিধানের মূল যে আদর্শ সেটিকে ক্ষুন্ন করা হচ্ছে। তাই আমাদের প্রস্তাবনয় আছে ন্যায় স্বাধীনতা ,সমতা , সৌভাদ্যবোধে  আঘাত করা হচ্ছে, তার বিরুদ্ধে লড়াইয়ের মধ্য দিয়ে সংবিধানের এই রক্ষাকবচকে রক্ষা করার জন্য চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই বাংলার গর্ভ মমতা। আমাদের এই বাংলার একটা ঐতিহ্য,বাংলার সংস্কৃতি বাংলা মর্যাদা রক্ষা করার জন্য আমাদের নেত্রীর প্রতি নিয়ত তিনি কাজ করে চলেছেন ও অনরস পরিশ্রম করে চলেছেন।’

বিধায়ক এও বলেন, ‘মুখ্যমন্ত্রী বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য তার যে আন্দোলন সেই আন্দোলন বাংলায় চালিয়ে যাচ্ছেন বাংলার মৃত গৌরবকে পুনরুদ্ধার করার জন্য ।তাই আমরা মনে করি যে বাংলার গর্ব মমতা। আমাদের নেত্রী আমাদের এই বাংলার ভবিষ্যৎ সুনিশ্চিত করতে এবং বাংলার মানুষকে ভালো রাখার জন্য আমাদের নেত্রী এই বাংলায় বিভিন্ন ধরনের প্রকল্প এনেছেন। যেটা আমাদের সমাজকে উন্নত করেছেন মানুষের জীবনকে উন্নত করেছে তাই আজ বাংলার মানুষ সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে শিখেছে। তাই আমরা মনে করি যে বাংলার গর্ব মমতা।আমাদের এই কর্মসূচি মধ্যে দিয়ে আমরা সারা রাজ্যে আমাদের চাকদাহ বিধানসভাও কেন্দ্রের প্রত্যেক ঘরে ঘরে আমরা মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেব যে বাংলার গর্ব মমতা সেই গর্ভ আমাদের আগামী দিনে যাতে বাংলাকে আরো গর্বিত করতে পারে তার জন্য আসুন সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকি তার হাতটি শক্ত।’