অবতক খবর,সংবাদদাতা :: আজ 25 শে ডিসেম্বর, এই দিনটিতে খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষরা আনন্দে মত্ত থাকে। প্রভু যীশু খ্রীষ্ট পৃথিবীতে আবির্ভাব হয়েছিল। তেমনি আবেগ প্রবন বাঙালিরাও একই উৎসবে শামিল হয়।আজ সেই সন্ধিক্ষণে আমাবস্যার নিশি থাকায়, হিন্দু ধর্মাবলম্বী মানুষদের পৌষ কালী পুজো চলছে।

নদিয়ার চাকদহ কে. বি. এম. ডোবার মাঠের কালীপুজো নদীয়ার মধ্যে এক দৃষ্টান্ত স্থাপন করেছে। এই বছর এই পৌষ কালী পূজা পঞ্চম বর্ষে পদার্পণ করেছে।২৪ শে ডিসেম্বর এই পুজোর শুভ সূচনা হয়। চলবে ২৮ তারিখ পর্যন্ত এমনই জানাচ্ছে, পূজা কমিটির সম্পাদক স্বাগত বিশ্বাস (আকাশ)। সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে, তারা রক্ত দান শিবিরের পাশাপাশি, শতাধিক বিদ্যালয় পড়ুয়াদের শিক্ষা সামগ্রী বিতরণ,বস্ত্র বিতরণ, গানের জলসা এবং আরো শিক্ষামূলক অনুষ্ঠান হিসেবে কুইজের মতো নানা অনুষ্ঠানে করে চলেছে।

তাদের এই সামাজিক উদ্যোগকে উৎসাহিত করবার জন্য প্রতিদিন উপস্থিত থাকে বিশিষ্টজনেরা। ফলে সমগ্র অনুষ্ঠানকে কেন্দ্র করে মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো।