অবতক খবর,১৪ নভেম্বর,বাঁকুড়া:- সোশ্যাল মিডিয়ায় এখন খুব চর্চার বিষয় হল চাঁদে জমি কেনা। বিজ্ঞানের যুগে চাঁদে মানুষের পা পড়েছে এটা যেমন সত্য, তাই বলে সেখানে জমি কেনা, বিষয়টি অনেকের কাছে বেশ মজার।

বিশ্বের নানা দেশের প্রায় 60 লক্ষ মানুষ চাঁদে ইতিমধ্যেই জমি কিনে ফেলেছেন যা আর বলার অপেক্ষা রাখে না। সেই জমি কেনার তালিকায় সম্প্রতি নাম লিখিয়েছেন বাঁকুড়া জেলার সিমলাপাল ব্লকের কাহারান গ্রামের সুভজিত ঘোষ। তার দাবি, চাঁদের জমি কেনার তালিকায় বাঁকুড়া জেলার মধ্যে তার স্ত্রীর নামই প্রথম এবং সেই জমি কিনেছেন তার স্ত্রী রমিলা সেনের জন্মদিনে নতুন কিছু উপহার দেওয়ার ভাবনা থেকেই।

বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে খোঁজখবর নিয়ে তিনি চাঁদে জমি কেনার পরিকল্পনা করেন। তিনি জানান মার্কিন সংস্থা লুনার অ্যাম্বাসি থেকে এই জমি কিনেছেন। সম্প্রতি তার কেনা এই জমির সার্টিফিকেট এসে পৌঁছেছে। চাঁদে জমি কেনার ব্যাপারে তিনি খুবই আনন্দিত ও আপ্লুত।