করোনার মহাকাল। ১৬ নভেম্বর’২১ খুললো শিক্ষাপ্রতিষ্ঠান।
দীর্ঘ কুড়ি মাস। এ এক অন্য দ্বীপান্তর।
ক্ষতবিক্ষত কৈশোর অন্তর।
লক্ষ লক্ষ কিশোর কিশোরীর সেলুলার জেল আবাস থেকে মুক্তি!

চল, ইস্কুল যাই / তমাল সাহা

এক)
বন্ধুরে

কতদিন দেখা হয়নি বল,
একটানা দীর্ঘ কুড়ি মাস!
ছোট্ট জীবনে বন্ধু!
এ এক মহা অভিজ্ঞতা–
করোনা-বাস!
এ কি বলিস তুই?
এতো ঘরবন্দি জীবন–
অন্য এক কারাবাস!

আয় সই
ছুঁয়ে ছুঁয়ে রই
মনের কথা কই।
প্রাণভরে নিই শ্বাস
বাতাসে জাগুক আবার
বাঁচার আশ্বাস!

ছন্দের জীবন, মুক্তির গান।
কলরব ডানামেলা বিশাল উড়ান।

দুই)
দূর হটো

করোনা হটাও– হোক কলরব।
শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব।

তিন)
বিদ্যাপীঠ

ঈশ্বর! খোঁজো কোথায়?
বুঝে গেছি করোনাকালে
সে আছে কোন আড়ালে।

সে নেই কোনো মন্দিরে মসজিদে
দূরে নয়, আছে কাছেপিঠে।
মাথা নত করি তাই, যাই বিদ্যাপীঠে।

হে আমার বিদ্যাপীঠ!
আমরা জানি, শিক্ষাই আনে প্রগতি
আজ প্রথম ইস্কুল, তোমাকে জানাই প্রণতি।