চলে গেলেন কবি সুখেন্দু বিকাশ মৈত্র

অবতক খবর,২২ মে: কবি সুখেন্দু বিকাশ মৈত্র গতকাল শনিবার রাত ৭টা ৫৫ মিনিটে প্রয়াত হলেন। তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসারত ছিলেন। কল্যাণী অধ্যুষিত অঞ্চলে তিনি অত্যন্ত পরিচিত ছিলেন। ইএসআই হসপিটাল সোশ্যাল এন্ড ওয়েলফেয়ার বিভাগের কর্মী ছিলেন।

কৈশোর থেকেই তাঁর ছিল সাহিত্যের প্রতি আকর্ষণ। তাঁর উল্লেখযোগ্য কীর্তি ‘মৈত্রীদূত’ পত্রিকার প্রকাশ‌। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক। এই পত্রিকাটি ১৯৭৯ সালে দেওয়াল পত্রিকা হিসেবে প্রকাশিত হয়। তিনি তাঁর কর্মস্থলে এই পত্রিকাটি নিয়মিত প্রকাশ করতেন। এই পত্রিকাটি উদ্বোধন করেছিলেন ডঃ রমা চৌধুরী এবং তৎকালীন ত্রাণ মন্ত্রী রাধিকারঞ্জন ব্যানার্জী। পরবর্তীতে এই পত্রিকাটি মুদ্রিত রূপের দায়িত্ব নেন তাঁরই পুত্র কুশল মৈত্র। ইতিমধ্যে এই পত্রিকাটি কল্যাণী তো বটেই নদীয়া জেলা ছাড়া অন্যান্য জেলায়ও সমাদৃত। সুখেন্দু বিকাশ মৈত্রের প্রকাশিত গ্রন্থ নিঃসঙ্গ কদম, স্বপ্ন বিতান এবং সে।

আজ তাঁর দাহপর্বে উপস্থিত ছিলেন কল্যাণী তার আবাসনের স্বজনেরা। উপস্থিত ছিলেন অধ্যাপক ডঃ কৌশিক চট্টোপাধ্যায়,কবি প্রাবন্ধিক রণজয় মালাকার ও কবি সাংবাদিক তমাল সাহা।

তাঁর একটি কবিতা–

ছেদ

কতবার লঞ্চ আসে, ফিরে যায়

চারিদিকে এতো বৈভব সম্ভার–

কতো লোকের আনাগোনা

নিঃসঙ্গ, একক, উদাসীন।

এভাবেই তাকে নিয়ে

ছেদ টানে সব কিছু

ছিঁড়ে যায় বন্ধন,

স্বপ্ন-সাধ সৌধ ধূসর

মন্দিরে মনে হয় অস্পষ্ট প্রতিমা।