যেমন দেখছি তেমন লিখছি

চলমান শব্দসজ্জা
তমাল সাহা

চিরকুট
তোদের মুখগুলি কী বিদঘুটে!
তোরা এখন মারকুটে
শাসকের পিঠ চুলকে দিস খুটে খুটে
বাম আমলেই চাকরি তোদের
পেয়েছিস কোন্ চিরকুটে?

ডিগ্রী
একজন ডক্টরেট লেখা দিয়েছে থামিয়ে
আরেকজনের ডিগ্রি জানতে চাইলে কোর্ট দিল দমিয়ে

আচ্ছে দিন আ গয়া!
আমরা দিন কাটাচ্ছি জমিয়ে।

ভবা পাগলা
ওরে মন! কি করবি এখন?
গঙ্গা পারে এই রাজ্যে নাটক করেই সংসার চালানো যায় এবং রাজ্যশাসন।

ওরে মন! আমিও করি নাটকের সন্ধান।
এই ভর সকালে ভবা পাগলার গলায় বাংলা পানীয় এবং জয় বাংলা গান!

মুক্তমনা ভবা পাগলা তুড়ি বাজাতে বাজাতে হেঁটে চলে যান।

ফুলের পদ্য
ভারত মহাসাগর তীরে ফুল
বঙ্গোপসাগর তীরে ফুল
এক মালি এক ফুল
এক মালিনী জোড়া ফুল
ফুলে ফুলে পূর্ণ দেশ বিলকুল!

ভুল সবই ভুল
জীবন খাতার প্রতি পাতায় লেখা
সে এক বিশাল ভুল
তুমি আমি সবাই এপ্রিল ফুল!

সারমেয় সংবাদ
রাস্তায় বসে কাঁদছে সব সারমেয়।
তাদের জন্য একটিও চটি নেই
সব চটি চেটেচুটে সাফ করে গেছে বুদ্ধিজীবী শ্রেয়!