চলমান ভারত

তমাল সাহা

১)দেশ ভালো আছে

দেশ ভালো আছে বুঝি এইভাবে

কবিরা কবিতা লেখার কথা ভাবে।

পাতে ভাত নেই হাতে কাম নেই

দেশ অন্ধকারে ডুবে যায়

কবিরা পাতার পর পাতা

কবিতা লিখে যায়…

২) প্রত্যাবর্তন

বাংলাদেশ থেকে ফিরতেই

চিৎকার করে বলে আমার মেয়ে বুকু—

স্বাগতম বাবা! শোনো

দাদা দিদি পিসি ভাইপো শ্যালিকা পেয়ে গেছি,এটা তো তুমি জানো

এবার পেয়ে গেলাম সুজয় কাকু।

এভাবেই তো বেড়ে চলে রাজাদের পরিবার

মানুষকে পণ্য করে ক্ষমতার কারবার!

৩) আচ্ছে দিন

আচ্ছে দিন আ গয়ে, শুনো ভারতবাসী!

নীল সাদা জামা পিনহো,

শিরমো বান্ধো গেরুয়া পাগড়ি

তেলবাজ তোলাবাজ হোনা চাহিয়ে

ছোড়ো তুমারে নোকরি!

তোমরা খাও পচা বাসি

আমাদের ভাগে আছে ভৈষা দুধের রাবড়ি!