বাংলা চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রের অভিনয়ে নিশ্চিত বিপ্লব এনেছিলেন উত্তমকুমার।
তিনি অনেক নারীর মনের প্রেমিক ছিলেন বললে কি অত্যুক্তি হবে?

চরিত্র
তমাল সাহা

রাজা আসে রাজা যায় পোশাক পাল্টায়
কবি বলে, চরিত্র কি বদলায়?
তুমি বলেছিলে আমি রাজা হতে পারবো না
আমি ছদ্মবেশী অভিনেতা
পোশাক পাল্টে সাজসজ্জায়
অভিনয়ে প্রমাণ করে দেবো চরিত্র পাল্টায়।

কখনো ধনরাজ তামাং তুমি
কখনো রাজদ্রোহী-র ভঙ্গি।
কখনো সাজ পাল্টে
তুমি ভোলা ময়রা, তুমিই এন্টনি ফিরিঙ্গি।
বন পলাশীর পদাবলীতে
কত বড় মাছ গেঁথেছিলে জানি
তুমি যে দক্ষ ধীবর- জলজীবী সে তো মানি।

সবার উপরে তুমি
কোথায় না যাও
সদানন্দের মেলা, বউ ঠাকুরাণীর হাট-এ হাঁটতে-হাঁটতে শেষে কলকাতার চৌরঙ্গী।

অনেক অগ্নিপরীক্ষা হয়েছে তোমার
হে অগ্নীশ্বর, হায়!
কখনো নিধিরাম সর্দার, কখনো বা সব্যসাচী
তোমার চরিত্র বোঝা বড় দায়।

কলঙ্কিত নায়ক হয়েছ তুমি–
সত্যজিৎ বলেন, না, না, ওই-ই নায়ক।
রাজা থেকে চরিত্র বদলে হয়ে যাও সন্ন্যাসী।
তোমাকে দেখলেই চুম্বন ছুড়ে দেয়
এইসব রমণীরা বঙ্গের অধিবাসী।