অবতক খবর,২৯ নভেম্বর: চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা করছিলেন বাগমোড় বাজারের ডিম ব্যবসায়ী। টাকা ফেরৎ দিতে না পারায় চাপ তার উপর চাপ সৃষ্টি করছিল সুদ কারবারিরা। যার জেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিলেন ওই ব্যবসায়ী। এমনই জানা গেছে মৃত ব্যবসায়ী তারক চন্দ্র দাসের পরিবার মারফত।

বাগমোড় বাজারের কয়েকজন সুদ কারবারিদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে ব্যবসা করতেন তারক বাবু। কিন্তু ইদানিং ব্যবসায় লোকসান হতে থাকে।
অন্যদিকে টাকার জন্য চাপ দিতে থাকেন সুদ কারবারিরা। সেই চাপ সহ্য করতে না পেরে অবশেষে তিনি আত্মহত্যা করেন বলে তার স্ত্রী জানিয়েছেন। এদিন সকালে তার নিজের বাড়িতেই তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্ত্রী।

খবর দেওয়া হয় বীজপুর থানায়। বীজপুর থানার পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে গেছে।

তবে তারক বাবুর আত্মহত্যার পেছনে কি শুধুই মানসিক অবসাদ নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ! তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।