গাঙ্গেয় উপত্যকায় চটি ছুঁড়ে ইতিহাস রচনা করলো দুঃসাহসিকা শুভ্রা ঘড়ুই

চটি ও এক নারী
তমাল সাহা

১) চটি যখন অস্ত্র

রাগ কত দূর গেলে হাত চটির দিকে যায়
ক্ষোভ কতদূর গেলে হাত চটির দিকে যায়
ঘৃণা কতদূর গেলে হাত চটির দিকে যায়
ক্রোধ কতদূর গেলে হাত চটির দিকে যায়

দুরন্ত চটি উড়তে থাকে
উড়তে উড়তে কোন দিকে যায়
চাঁদমারি সঠিক হলে
গিয়ে পড়ে শাসকের মাথায়
চটি বিদ্রোহের মর্যাদা পায়

গাঙ্গেয় পারে দশকোটি মানুষ আশ্চর্য হয়ে পড়ে
একটি নারীর নাম দুঃসাহসিনী হয়ে যায়

পায়ের চটি হাতে উঠলে
কিভাবে অস্ত্র হয়ে যায় নারীটি শেখায়

২) কথোপকথনের রাত

শুভ্রা দেবীর সঙ্গে কথা হলো রাতে।
আমি বলি, চটি কেন, কেন নয় জুতোতে?
উনি বলেন, এটিও বুঝলেন না!
চট্টোপাধ্যায় শব্দটির সঙ্গে মিল আছে চটি।
উপায় ছিল না কোনো, পারলে ছুঁড়ে দিতাম দুপাটি।

আমি বলি, ফিরলেন খালি পায়ে
একটা চটি তো ছিল, ছুঁড়ে দেওয়া চটি তুলে নিলেন না কেন?
দুঃসাহসিনী আমার দিকে কটমট করে তাকান,
আরে! ছুঁড়ে দিলে তীর ফেরানো যায় কক্ষনো?