অবতক খবর, শিলিগুড়িঃ কত মানুষের কত শখ। তেমনই একজন শিলিগুড়ির হাকিমপাড়ার বাসিন্দা প্রতিমা চৌধুরী। কুকুর-বিড়াল নয়, তিনি ঝা চকচকে ফ্ল্যাটে পুষছেন আস্ত মোরগ। ভালোবেসে মোরগের নাম রেখেছেন মামন। দেড় বছর আগে মামনকে অ্যাপার্টমেন্টের নীচে ঘোরাঘুরি করতে দেখেছিলেন প্রতিমা দেবী। এরপর নিয়ে আসেন নিজের ফ্ল্যাটে। ধীরে ধীরে এখন চৌধুরী পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে মামন। প্রতিদিন সকালে উঠে সকলকে ঘুম ভাঙিয়ে দেয় মামন, তাতে অবশ্য একটুও বিরক্ত হন না ওই flatএর অন্যান্য বাসিন্দারা। সকালে পাউরুটি, দুধ এবং বিষ্কুট খায় মামন তারপরে ঘুরে বেড়ায় flatএর এধার থেকে ওধারে, দুপুরে ভাত এবং রাত্রে রুটি খায় স। ,flatএর বাচ্চাদের কাছে অসম্ভব জনপ্রিয় মামন,মাংশ ছাড়া সবই খায় সে।প্রতিমাদেবী গর্বের সাথে জানালেন মামন এখন তার বাড়ির অন্যতম সদস্য, তার ভালো মন্দ দেখবার দায়িত্ব এখন তাদের।