অবতক খবর :: মুর্শিদাবাদ :: মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি মোশারফ হোসেন মন্ডল সাংবাদিক বৈঠক করলেন। তিনি জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত মন্ত্রী ভিসি মাধ্যমে আলোচনা হয় ,লকডাউন এর জন্য বহু শ্রমিক কাজ হারিয়েছে তাই মুর্শিদাবাদে ১০০ দিনের কাজ শুরু করার কথা বলা হয়েছে।

এছাড়া বাংলা আবাস যোজনা ১ লক্ষ ১৫ হাজার বাড়ির টার্গেট দেওয়া হয়েছে, দ্রুততা এবং স্বচ্ছতার সঙ্গে সেই কাজ করতে হবে ,কোন জনপ্রতিনিধি বেনেফিশিয়ারি কাছ থেকে কোনরকম অর্থ যাতে নিতে না পারে সেই দিকে লক্ষ্য রাখার কথা বলা হয়েছে। মুর্শিদাবাদ জেলা পরিষদের উদ্যোগে একটি হেল্পলাইন চালু করা হয়েছে যার নাম্বার -7797847717 অফিস সময়ে যে কেউ এই টোল ফ্রি নাম্বার ফোন করে তাদের অভিযোগ জানাতে পারে এবং ৪৮ ঘণ্টার মধ্যে বিডিও এবং আধিকারিকরা সেই জায়গায় পৌঁছে যাবে, যেকোনো স্তরেরই মানুষ হোক না কেন দুর্নীতির প্রমাণ হলে তার বিরুদ্ধে এফ আই আর করা হবে ,এবং কোনরকম দুর্নীতি বরদাস্ত করা হবে না।