ঘরে ফিরলেন ঝুলন গোস্বামী,এক নজরে দেখে নেওয়া যাক তাঁর ক্যারিয়ার

অবতক খবর,২৬ সেপ্টেম্বরঃ ঝুলন গোস্বামীর ক্যারিয়ারঃ ১৫ বছর বয়সে ঝুলন গোস্বামী তার ক্যারিয়ার শুরু করেন। যখন তিনি ক্রিকেট খেলা শুরু করে তখন তিনি তাঁর পরিবারকে তো রাজি করিয়ে নেন কিন্তু কাছাকাছি কোন ক্রিকেট ক্লাব না থাকায় তাকে কলকাতায় ক্রিকেট খেলতে যেতে হতো।

তাকে প্রতিদিন 1ঘন্টা 40 মিনিট ট্রেনে করে কলকাতায় ক্রিকেট খেলতে আসতে হতো। 2002 সালে তিনি 19 বছর বয়সে চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক খেলার সুযোগ পান।

এরপর তিনি ভারতীয় মহিলা ক্রিকেট দলে নিয়মিত খেলতে থাকেন। 2006-07 মরশুমে তার ইংল্যান্ডে ভারতকে টেস্ট সিরিজ জেতানোর পিছনে মুখ্য ভূমিকা ছিল। তাঁর সাথে মিতালি রাজও ছিলেন। 2008 সালে তিনি মিতালি রাজের কাছ থেকে অধিনায়কত্ব গ্রহণ করেন এবং 2011 পর্যন্ত টিম কে নেতৃত্ব দেন। 24 সেপ্টেম্বর 2022 এ তিনি সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

তাাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটি তিনি ইংল্যান্ডের লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেন এবং ম্যাচ জিতে তিনি তাাঁর আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শেষ করেন।