অবতক খবর,৪ মে,জ্যোতির্ময় মন্ড, পূর্ব বর্ধমানঃঘরের কাঠামো তৈরির সময় চাল থেকে পড়ে গিয়ে এক ঘর কাঠামোর মিস্ত্রি আহত হয়েছে মন্তেশ্বরে। বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনাটি কুসুমগ্রাম অঞ্চলের দীর্ঘনগর এলাকায়। আহত ভাস্কর কর্মকার মন্তেশ্বরের পিপলন অঞ্চলের করন্দা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই আহত মিস্ত্রি মন্তেশ্বরের দীর্ঘনগর গ্রামে এক ব্যক্তির দোতলা ঘরে চালের এ্যাসবেস্টারের কাঠমো তৈরি করছিল। আজ দুপুর নাগাদ ঘরের এ্যাসবেস্টারের কাঠামো তৈরি করার সময় হঠাৎ পা পিছলে করে দোতলা ঘরের উপড় থেকে মাটির নিচে পড়ে যায় ওই মিস্ত্রি।

মাটিতে পড়ে গিয়ে ওই ব্যক্তি অচেতন হয়ে যায় । ঘরের কাঠামো কাজে যুক্ত থাকা ব্যক্তিরাও আশপাশের লোকজনের সাহায্যে ওই ব্যক্তি কে উদ্ধার করে চিকিৎসার জন্য মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নিয়ে যায়।

আঘাত গুরুতর থাকায় তাকে বর্ধমান হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কোমর  হাত পা ও মুখে আঘাত লাগে ওই মিস্ত্রির।