ঘটনা ঘটে যায়। প্রত্যক্ষ করি আর লিখে যাই
তমাল সাহা

১) বিদ্বজ্জন

তারা কোথায়?
শ্মশানের সামনে দাঁড়িয়ে আছে পুড়বে চিতায়।

সবাই মরে গিয়েছে, করেছে আত্মহত্যা।
এরা তো মানুষ নয়, অমানুষের আত্মা।

তাহলে! এগুলো কি?
মনে হচ্ছে জীবন্ত,আসলে অসাড় ও অসার
নেই পেছনের হাড়
এখানে ওখানে পড়ে আছে মৃতদেহ।
কারণ?
এসব লাশ স্পর্শ করবে না কেহ,
হবে না শবদাহ!

২)অঙ্গীকার

আমি তো বলেছি
আমরা মা মাটি মানুষের দল
বদলা চাই না চাই বদল।
আমরাই থাকবো শুধু থাকবেনা অন্য কোনো দল।

আমি তো আমার কথা
পালন করেছি মানুষের তরে
গরিবের টাকা মেরেছি
রেখেছি দলীয় কর্মীর ঘরে।

আমি তো বলেছি আমি সমব্যথী
পৌঁছে দিয়েছি ভাণ্ডার শ্রী ও সাথী
মধ্যরাতে পুলিশ গিয়েছে পৌঁছে
নিভিয়ে দিয়েছে জীবন বাতি।

আমি তো বলেছি একলা খেলে হবে
সাম্য এখানে, সবাই কামাই করে খাবে!